শরীর দুর্বল হলে কি খেতে হয় জেনে নিন

শরীর দুর্বল হলে কি খেতে হয় আপনি কি তা জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা কি খেলে শরীরে দুর্বলতা কমে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।

শরীর-দুর্বল-হলে-কি-খেতে-হয়

শরীরের দুর্বলতা কাটানোর উপায় সম্পর্কে অনেকে জানতে চাই। এই নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকে যে, কি খেলে শরীরে দুর্বলতা কমে? চলুন জেনে নিই আপনি যেভাবে শরীরের দুর্বলতা কমাবেন সে বিষয়ে।

পোস্ট সূচিপত্রঃ শরীর দুর্বল হলে কি খেতে হয় - যেভাবে শরীরের দুর্বলতা কমাবেন

শরীর দুর্বল হলে কি খেতে হয়?

শরীর দুর্বল হলে কি খেতে হয় এটা আমাদের অনেকের কমন একটি প্রশ্ন। আমাদের শরীর দুর্বল হওয়ার বিভিন্ন রকম কারণ রয়েছে। সেই সাথে শরীরের দুর্বলতা থেকে রক্ষা পাওয়ার অনেক উপায় রয়েছে। আমাদের শরীর দুর্বল হয় মূলত আমাদের শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু সে অসুস্থতা কেটে গেলেও শরীরে দূর্বলতা কিন্তু থেকে যায়।

প্রিয় পাঠক, তাই আমাদের জানতে হবে শরীরের দুর্বলতা কাটানোর উপায় সম্পর্কে। এছাড়া আমাদের জানতে হবে শরীর দুর্বল হলে কি কি খাওয়া যেতে পারে বা কোন ধরনের খাবার খেলে শরীরে দূর্বলতা কমে আসবে। তো চলুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবার খাওয়া যাবে শরীর দুর্বল হলে।

  • প্রোটিন সমৃদ্ধ খাবার: মাংস, মাছ, ডিম, দুধ এবং দুধের তৈরি খাবার খেতে হবে।
  • শাক-সবজি: সবুজ Leafy Vegetables যেমন পালং শাক এবং গাজর, আলু ইত্যাদি সবজি জাতীয় খাবার।
  • ফলমূল: ফলের মধ্যে কলা, আপেল, কমলা এবং আম এইসব খেতে পারেন।
  • গ্রেইন: ব্রাউন রাইস, ওটস এবং পূর্ণ শস্যের রুটি খেতে পারেন। যা আপনার শক্তি বাড়াতে সাহায্য করবে।
  • নাটস ও বীজ: বাদাম, চিনাবাদাম, ও তিলের বীজ খাওয়া যাবে পুষ্টি ও শক্তি যোগাতে।
  • পর্যাপ্ত পানি: শরীরে পানি কম হলে দুর্বলতা অনুভব হয়। তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি।

শরীর দুর্বল হয় কেন?

শরীর দুর্বল হয় কেন? আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের শরীর দুর্বল কেন হলো বা কেন আমরা দুর্বলতা অনুভব করছি। আমাদের শরীর কখনো এমনি এমনি দুর্বল হয় না। শারীরিক দুর্বলতা দেখা গেলে অবশ্যই সেদিকে সচেতন হতে হবে। কারণ কোনো ধরনের সমস্যা ছাড়া মানব শরীর কখনো দুর্বল হয় না।

মূলত যেসব দিকগুলোর কারণে আমাদের শরীর দুর্বল হয়ঃ

  1. পুষ্টির অভাব
  2. অতিরিক্ত মানসিক চাপ
  3. অপর্যাপ্ত ঘুম
  4. অতিরিক্ত শারীরিক পরিশ্রম
  5. রোগ বা সংক্রমণ
  6. মানসিক স্বাস্থ্য
  7. জলশূন্যতা ইত্যাদি।

শরীর দুর্বল হলে কি খেতে হয় এই বিষয়ে জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে কেন আমাদের শরীর দুর্বল হয়েছে। উপরে উল্লেখিত কারণগুলো মূলত শরীর দুর্বল হওয়ার লক্ষণ বা কারন হয়ে থাকে। কিন্তু এছাড়াও আরো বিভিন্ন কারণে আমাদের শরীরের দুর্বলতা আসতে পারে। সেদিকে আমদের সচেতন থাকতে হবে।

শরীর দুর্বল হলে কি কি সমস্যা হয়?

শরীর দুর্বল হলে কি কি সমস্যা হয়? এদিকেও আমাদের সতর্ক থাকতে হবে। কারন অনেক সময় ছোট ছোট কারণে আমাদের অনেক বড় ধরনের সমস্যা হয়ে থাকে। তাই আমাদের জেনে থাকা উচিৎ বা জানতে হবে যে কেন আমাদের শরীর দুর্বল হয় এবং শরীর দুর্বল হলে কোন কোন সমস্যা আমাদের হতে পারে।

আরও পড়ুনঃ আলিভ অয়েল তেল ব্যবহারের নিয়ম

শরীর দুর্বল হলে যেসব সমস্যা হতে পারে সেগুলো হলোঃ

শারীরিক ক্লান্তি: সাধারণ কাজকর্ম করতে কঠিন হয়ে পড়ে। একটানা কাজ করতে না পারা এবং দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া।
মনোযোগের অভাব: মানসিক ফোকাস কমে যায়। যা বিভিন্ন কাজ বা পড়াশোনা করতে অসুবিধা সৃষ্টি করে।
ইমিউন সিস্টেম দুর্বল হওয়া: রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যায়। ফলে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়।
ঘুমের সমস্যা: দুরবলতার ফলে রাতে ভালোভাবে ঘুমাতে সমস্যা হয়ে থাকে। 
খাবার খেতে অক্ষমতা: খাবার খাওয়ার আগ্রহ কমে যায়। যার ফলে আরও দুর্বলতা বেড়ে যায়।
মাংসপেশি দুর্বল হওয়া: দীর্ঘ সময়ের জন্য দুর্বলতা থাকলে শরীরের মাংসপেশিও দুর্বল হয়ে যায়।

এছাড়া আরও বিভিন্ন ধরনের দুর্বলতা দেখা যেতে পারে। যা আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করে। কিন্তু যে কারনেই শরীর দুর্বল হোক, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। যা আমাদের দৈনন্দিন জীবনের মান ব্যাহত ঘটাতে সক্ষম। তাই আমাদের সুস্থতা নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে।

শরীর দুর্বল হলে কি ঔষধ খেতে হবে?

শরীর দুর্বল হলে কি ঔষধ খেতে হবে আমাদের অনেক প্রশ্ন। আর অবশ্যই এটি আমাদের জেনে থাকা জরুরী। কারণ আমাদের শরীরে যে কোন সমস্যার একটি সহজ সমাধান হচ্ছে ফার্মেসী। প্রায় আমাদের সকলের বাড়ির আশেপাশে কোনো না কোনো ওষুধের দোকান থাকে। তাই আমাদের যদি দুর্বলতার ঔষধ নিয়ে ধারণা থাকে তাহলে আমরা সেই থেকে খুব সহজে সেফা পেতে পারি।

শরীরের দুর্বলতা কাটানোর উপায় এ যে ধরনের ওষুধ খাবেনঃ

আরও পড়ুনঃ রূপচর্চায় যেভাবে দুধ ব্যবহার করবেন

  1. ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট। যেমন ভিটামিন B12, ভিটামিন D, আয়রন এবং ফোলিক অ্যাসিড সমৃদ্ধ ওষুধ।
  2. যদি প্রোটিনের অভাব থেকে থাকে তাহলে প্রোটিন সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ খাওয়া।
  3. অ্যানিমিয়া হয়ে থাকলে আয়রন জাতীয় খাবার বা ওষুধ খেতে হবে।
  4. এ অবস্থায় এনার্জি ড্রিংক বা হেলথ সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে।

এছাড়া কি খেলে শরীরে দুর্বলতা কমে এর উত্তরে আরো বিভিন্ন ধরনের খাবার খাওয়া যেতে পারে। তবে উপরে উল্লেখিত ওষুধগুলো শুধুমাত্র আপনাদের জন্য একটি ধারনা। সেগুলো খাওয়া যেতে পারে। কিন্তু অবশ্যই আপনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শারীরিক দুর্বলতা দূর করার সহজ উপায়

শারীরিক দুর্বলতা দূর করার সহজ উপায় গুলো আমাদের সঠিকভাবে জেনে তা পালন করতে হবে। কারন আমাদের সবার কমবেশি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে থাকি। অর্থাৎ আমাদের দেশের ঋতু পরিবর্তনের সময় আমাদের মাঝে জ্বর বা সর্দি-কাশি হয়ে থাকে। সে সময়ে আমাদের মাঝে দুর্বলতা বেশি লক্ষ্য করা যায়।

শারীরিক-দুর্বলতা-দূর-করার-সহজ-উপায়

ধনী, গরীব সবার মাঝে এটি দেখা যায়। কিন্তু এখানে আমরা ধনীরা খুব সহজে চিকিৎসা করতে পারলেও আমাদের মাঝে গরিবরা সেটি সহজে করতে পারি না। তাই খুব সহজে ও বাড়িতে বসেই যাতে আমরা এই শারীরিক দুর্বলতা থেকে রক্ষা পেতে পারি। চলুন খুব সহজ পদ্ধতিগুলো এক নজরে দেখে নেওয়া যাক। যেগুলো মানতে পারলে আমাদের শরীর দুর্বল হলে দূর ও দুর্বলতা যাতে না হয় সেদিকে সহায়তা করবে।

১। সঠিক খাবার খাওয়া: প্রোটিন, ভিটামিন, এবং মিনারেল সমৃদ্ধ খাবার খান। ডাল, মাংস, দুধ, শাকসবজি এবং ফল খান।
২। নিয়মিত খাবার: সঠিক সময়ে খাবার খেতে হবে এবং অবসর সময়ে ছোট বা হালকা খাবার গ্রহণ করুন।
৩। দুধ পান: শরীরকে ঠিক রাখতে ও শরীর দুর্বল হলে ১ গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করুন।
৪। পর্যাপ্ত ঘুম: প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করতে হবে।
৫। হালকা ব্যায়াম: নিয়মিত হাঁটা, যোগব্যায়াম বা হালকা দৌড়-ঝাপ শরীরের শক্তি বাড়াতে সাহায্য করবে।
৬। সঠিক পরিবেশ: বিশুদ্ধ বাতাসে এবং প্রাকৃতিক পরিবেশে সময় কাটান। যা শারীরিক ও মানসিক উভয় অবস্থার জন্য আপনার উপকারে আসবে।

হঠাৎ শরীর দুর্বল হলে করণীয়

হঠাৎ শরীর দুর্বল হলে করণীয় গুলো জানা আমাদের জন্য খুবই উপকারী। কারন আমরা বেশিরভাগ  সময়ই হঠাৎ করেই অসুস্থ্য বা দিরবল হয়ে থাকি। আমরা বুঝতেও পারি না যে কেন আমরা দুর্বলতা অনুভব করছি। তাই এটি আমাদের জন্য খুবই জটিলতা সৃষ্টি করে থাকে। কিন্তু আমরা যদি জেনে থাকি যে হঠাৎ করে দুর্বল হয়ে পড়লে করণীয় কি? তাহলে আমরা খুব সহজেই থাকে এই থেকে আরাম পেতে পারি। তাই চলুন শরীর দুর্বল হলে কি খেতে হয় এগুলোর পাশাপাশি এটিও জেনে নিই।

আরও পড়ুনঃ কিসমিস যেভাবে খাবেন

  • বিশ্রাম নিতে হবে: শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন। অনেক সময় শরীরের ক্লান্তি থেকেই দুর্বলতা আসে।
  • গবেষণা করা: দুর্বলতার কারণ কি হতে পারে তা খুঁজে বের করুন। যেমন অতিরিক্ত কাজ, ঘুমের অভাব বা মানসিক চাপ ইত্যাদি থেকে হতে পারে।
  • শরীরের লক্ষণগুলো লক্ষ্য করা: যদি অসুস্থতার অন্য লক্ষণ থাকে (যেমন জ্বর, মাথাব্যথা, বা বমি) তাহলে তা গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়া আপনার কি অনুভূতি হচ্ছে সেটা লক্ষ্য করা।
  • শ্বাস নিতে হবে: গভীর শ্বাস নিন বা মেডিটেশন করুন। এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে।
  • ডাক্তারের পরামর্শ নেওয়া: যদি দুর্বলতা কিছুক্ষণ পর বা বিভিন্ন উপায় অবলম্বন করেও না কমে অথবা অন্যান্য লক্ষণ দেখা যায় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
যেভাবে শরীরের দুর্বলতা কমাবেন সেগুলোর মধ্যে বিশেষ কিছু শরীরের দুর্বলতা কাটানোর উপায় হলো উপরে উল্লেখিত বিষয়গুলো। এগুলো হলো হঠাৎ করে আপনার শরীর দুর্বল হলে কি করা যেতে পারে সে বিষয়ে হালকা ধারণা। তবে ছোটখাটো জিনিসগুলোও আমাদের সতর্কতার সাথে দেখতে হবে।

শরীর দুর্বল নিয়ে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

কি খেলে শরীরে দুর্বলতা কমে এটি জানার পাশাপাশি চলুন জেনে নিই আমাদের জিজ্ঞাসিত বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে।

প্রশ্নঃ সারাদিন দুর্বল লাগে কেন?

উত্তরঃ আপনার খাদ্যভ্যাস, সাস্থ্যের অবস্থা এছাড়া জীবনযাত্রার অভ্যাস এর ত্রুটি থাকার কারণে, এমনকি অতিরিক্ত পরিশ্রম বা ক্লান্তির কারণে দুর্বল লাগে।

প্রশ্নঃ শরীর দুর্বল হলে কোন ডাক্তারের পরামর্শ নিতে হয়?

উত্তরঃ বিশেষ কারন ছাড়া পেশি দুর্বল হলে স্নায়ু বিশেষজ্ঞকে দেখান। আর এটি দীর্ঘস্থায়ী ক্লান্তি সিন্ড্রোম থেকে রক্ষার্থে।

আরও পড়ুনঃ এলোভেরা দিয়ে চুলের যত্ন

প্রশ্নঃ ক্লান্তি তিন প্রকার কি কি?

উত্তরঃ ক্লান্তি ৩ প্রকার। সেগুলো হলোঃ i. ক্ষণস্থায়ী, ii. ক্রমবর্ধমান এবং iii. সার্কাডিয়ান।

প্রশ্নঃ দুর্বলতার চিকিৎসা?

উত্তরঃ হাইড্রেশনের ফলে হাওয়া ক্লান্তি থেকে দূর করতে পর্যাপ্ত তরল খাবার পান করে সঠিক হাইড্রেশন নিশ্চিত করা। এর ফলে এটি থেকে রক্ষা পাওয়া যাবে।

কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয়?

কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয় এটি একটি কমন বিষয়। তাই আমাদের এই বিষয়ে অবগত থাকাতে হবে। আমাদের দেহে বা শরীরে ভিটামিন ও খনিজ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আর আমাদের শরীরের ভিতরেই তৈরি হয়ে থাকে এই ভিটামিন ও খনিজ। যেসব ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবং যার অভাবে আমাদের শরীর দুর্বল হয় চলুন সেগুলো জেনে নিই।

কোন-ভিটামিনের-অভাবে-শরীর-দুর্বল-হয়

শরীর দুর্বল হলে কি খেতে হয় এসবের মধ্যে ভিটামিনের অভাবও অনেক গুরুত্বপূর্ণ। আমাদের শরীর দুর্বল এর এক অন্যতম দিক হলো মাংসপেশী দুর্বল হওয়া। এটি মূলত দুরবলতার বড় অংশ। যার ফলে আমরা কাজে শক্তি পাই না। আর এর মাংশপেশীর দুর্বলতা হয় শরীরে ভিটামিন ডি এর অভাবে। এই রকম দুর্বল অনুভন হলে ভিটামিন দি গ্রহণ করতে হবে।

এছাড়া আরও একটি ভিটামিন এর অভাবে আপনার শরীরে দুর্বলতা লক্ষ্য করতে পারবেন। সেটি হলো ভিটামিন বি ১২। এই ভিটামিন এর অভাবে ভুলে যাওয়ার প্রবণতা, মাথা ঘোরা, শরীরে দুর্বলতা, দুশ্চিন্তা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে। তাই আমাদের লক্ষ্য করে সমস্যা অনুযায়ী সমাধান গ্রহণ করতে হবে।

ভিটামিন B9 (ফোলিক অ্যাসিড) যা আমাদের খুবই উপকারী। এই ভিটামিন রক্ত উৎপাদনে অনেক গুরুত্বপূর্ণ। যার অভাবে আমাদের শরীরে রক্ত উৎপাদন হতে বাধা হতে পারে। আর আমরা সবাই কম বেশি জানি রক্ত কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এর অভাবে শরীর মারাত্মকভাবে ক্ষতি ও দুর্বলতায় পড়তে পারে।

যেসকল খাবার খেলে শরীর ঠিক থাকে

যেসকল খাবার খেলে শরীর ঠিক থাকে এটি আমাদের জানতে হবে। কি খেলে শরীরে দুর্বলতা কমে আমাদের এই বিষয়ে অনেকের অজানা। এটি জানলে আমাদের শরীর দুর্বল হওয়ার সাথে সাথে এই থেকে নিরাময় পেতে পারি। যদিও তাড়াতাড়ি কোনো কিছুই সমাধান হয় না। তবে আমাদের অসুস্থতা কমে আসতে পারে। তাই আরও কিছু খাবার নিম্নে উল্লেখ করা হলোঃ

  • ডাল ও শস্য: মসুর, ছোলা, কিডনি বিনস এবং ব্রাউন রাইস। এই খাবারগুলো প্রোটিন ও ফাইবারের ভালো উৎস। যাআমাদের দুর্বলতা কমাতে কার্যকারী।
  • বাদাম ও বীজ: বাদাম, চিনাবাদাম ও তিলের বীজ। এগুলো স্বাস্থ্যকর ফ্যাট বা চর্বি এবং প্রোটিনের জন্য অন্যতম।
  • তেল: অলিভ অয়েল, নারিকেল তেল ও বাদামের তেল। এইসব খাবারও স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে।
  • শস্যের রুটি: পূর্ণ শস্যের রুটি বা পিঠা। উচ্চ ফাইবার ও পুষ্টির জন্য। খুবই উপকারী।
  • হলুদ ও মশলা: হলুদ, আদা ও দারুচিনি। এইসব মশলা জাতীয় খাবার। শরীরের জন্য উপকারী এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারে সাহায্য করতে সক্ষম।

শেষকথা

শরীর দুর্বল হলে কি খেতে হয় বা শরীরের দুর্বলতা কাটানোর উপায় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের এই সমস্যা বা রোগ প্রাপ্ত বয়স্ক কম বেশি সকলের হয়ে থাকে।তাই এর প্রতিকার গুলোও আমাদের জেনে থাকতে হবে। ফলে আমাদের শরীর ঠিক রাখতে কাজে দিবে। কারন এই দুর্বলতা বড় কোনো রোগেরও কারন বা লক্ষন হতে পারে।

তাই নিজে চেষ্টা করে যদি এটি থেকে নিরুপাই না পাওয়া যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আশা করি আজকের পোস্ট থেকে অনেক কিছু জানতে পেরেছেন। এই রকম আরও তথ্যপূর্ণ পোস্ট বা আর্টিকেল পেতে এই ওয়েবসাইট টি ফলো করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এম এম আই ২২ আইটি ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url